ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রিকশায় ধাক্কা দিয়ে তেলের লাইন ছিঁড়ে ট্রেনের ইঞ্জিন বিকল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
রিকশায় ধাক্কা দিয়ে তেলের লাইন ছিঁড়ে ট্রেনের ইঞ্জিন বিকল

রাজশাহী: ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দেওয়ায় তেলের লাইন ছিঁড়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।  

রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলায় শিতলাই রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।

 

ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর আলাদা ইঞ্জিন নিয়ে লাগিয়ে ঢালারচর এক্সপ্রেস নামের ওই ট্রেনটি আবারও চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা-চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সকালে যাওয়ার পথে পবা উপজেলার শিতলাই রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে। ব্যাটারিচালিত একটি অটোরিকশাটি রেললাইনের ওপরে উঠে পড়লে ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। এই রেলপথ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ট্রেনের ইঞ্জিনের তেলের লাইন ছিঁড়ে যায়। এর কারণে ওই ট্রেনটি সেখামে আটকা পড়ে।

রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার মহিউদ্দিন আজাদ জানিয়েছেন, এই দুর্ঘটনার পর রাজশাহী থেকে একটি ইঞ্জিন শিতলাই পাঠানো হয়। এরপর দুর্ঘটনাকবলিত ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা পর আবারও নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বেলা আড়াটার দিকে ওই ট্রেনের বিকল হওয়া ইঞ্জিনটি শিতলাই স্টেশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে আনা হয়।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি আবারও চালানো হবে তবে সার্ভিসিংয়ের পর।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।