ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক নেতা আবু সাঈদ ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক নেতা আবু সাঈদ ৫ দিনের রিমান্ডে আবু সাঈদ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক নেতা আবু সাঈদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপি এ আদেশ দেন।

 

ডা. আবু সাঈদ বিএমএ'র সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে আছেন। আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।  

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, রোববার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আবু সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।  
এর আগে রোববার (২৭ অক্টোবর) দুপুরে আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর সদস্যরা। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে ৪ আগস্ট সংগঠিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য মামলায় তিনি উচ্চ আদালতে অস্থায়ী জামিনে ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।