ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যেখানে যাত্রী আছে, সেখানে ট্রেন নেই: উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
যেখানে যাত্রী আছে, সেখানে ট্রেন নেই: উপদেষ্টা যোগাযোগ উপদেষ্টা ফাওজুল কবির খান

ঢাকা: দেশের রেল রুটে পরিবর্তন আনার পাশাপাশি অনলাইনে টিকিট কাটার পদ্ধতি আরও সুবিধাজনক করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যোগাযোগ উপদেষ্টা ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

ফাওজুল কবির খান বলেন, অনলাইনে রেলের টিকিট কাটায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো ঠিকঠাক করতে টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজ ডটকমকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, যাত্রী যেন এখন থেকে এটা দেখতে পান যে, কখন-কোথায় কোন স্টেশন থেকে টিকিট আছে। সহজ বলেছে, আগামী দুই-তিন দিনের মধ্যে এটি ঠিক হবে। না হলে আপনারা অভিযোগ করবেন। এখন থেকে মৌখিকভাবে বা টেলিফোনে টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে।

উপদেষ্টা বলেন, যেখানে যাত্রী নেই, সেখানে ট্রেন যাচ্ছে। আবার যেখানে যাত্রী আছে, সেখানে ট্রেন নেই। প্রবাসীরা যেসব জায়গা যান, যেমন ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম এসব রুটে আলাদা ব্যবস্থা নেব।

রেলের প্রকল্পগুলো নিয়েও পর্যালোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগে অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যেগুলো ‘কম গুরুত্বপূর্ণ’। সামনে রেলের প্রকল্প নিয়ে আমরা আরও বেশি সতর্ক থাকব, আমরা বসব। কোন প্রকল্প কেন বাদ দেওয়া হয়েছে, তা আমরা জানাব।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ইএসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।