ঢাকা: ভোলার দৌলতখান থানার ছয় প্রতারণা মামলায় সর্বমোট ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুধাংশু চন্দ্র বিশ্বাসকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার ইকবাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-১০।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এ এস পি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে প্রতারণার ছয় মামলায় সর্বমোট ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুধাংশু চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর মোহাম্মদপুর থানার ইকবাল রোড এলাকা তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএমআই/আরএইচ
বাংলাদেশ সময়: ৩:৫৮ পিএম, অক্টোবর ৩০, ২০২৪ /