ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নদী ভাঙনরোধে বাঁধ নির্মাণের দাবিতে যমুনার তীরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
নদী ভাঙনরোধে বাঁধ নির্মাণের দাবিতে যমুনার তীরে মানববন্ধন নদী ভাঙনরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে যমুনার ভাঙন থেকে রক্ষায় নির্মাণাধীন সাড়ে ৬ কিলোমিটার নদী সংরক্ষণ বাঁধ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় বাঁধ নির্মাণে কালক্ষেপণ, অনিয়ম, দুর্নীতি ও দফায় দফায় বন্ধের তীব্র প্রতিবাদ জানান ভুক্তভোগীরা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের সৈয়দপুর কবরস্থান এলাকায় যমুনার নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

এ সময় বক্তারা বলেন, এনায়েতপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকায় রক্ষায় ৬৫০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের চরম গাফিলতির কারণে বার বার বিলীন হয়ে যাচ্ছে ওই এলাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়াসহ প্রকল্পের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকা রক্ষায় পুনরায় কাজ শুরু করা হোক।  

এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি কামনা করেন। শাহজাদপুর উপজেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ফারুক রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবাদুর রশিদ, এনায়েতপুর থানা নদী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, শাজাদপুর উপজেলা কমিটির সহ-সভাপতি আল মামুন, সমাস সেবক ওসমান গণি, বসির আহম্মেদ, শিক্ষার্থী আয়শা খাতুনসহ নানা শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধনে সৈয়দপুর গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রসঙ্গত, এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম থেকে হাট-পাচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার নদী তীর সংরক্ষণ বাঁধের কাজ শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ৬৫৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি দফায় দফায় বন্ধ হয়ে যায়।

অভিযোগ রয়েছে, এ প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ও কর্তৃপক্ষের গাফিলতির কারণে কালক্ষেপণ হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ৩০ জুন প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রকল্পের কাজ শুরু হওয়ার সাড়ে তিন বছরেও হাজার হাজার ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।