ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে আ. লীগের দুই নেতাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
মেহেরপুরে আ. লীগের দুই নেতাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার 

মেহেরপুর: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলমকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমএ খালেক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও এ কে এম শফিকুল আলম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড গাংনী সরকারি ডিগ্রি কলেজপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে গাংনী থানা পুলিশ তাদের মেহেরপুর আদালতে নেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) কোম্পানি কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ মেহেরপুর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত এম এ খালেক ও একেএম শফিকুল আলমের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারা ৬(২)/১০/১১/১২/১৩ মূলে দায়ের করা মামলা যার নম্বর -১১, তারিখ ১৯/০৮/২৪ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

র‌্যাব-১২, সিপিসি-৩, ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ আরও জানান, গ্রেপ্তারকৃত এই দুই আওয়ামী লীগ নেতা গত ০৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে গণঅশান্তি সৃষ্টির পাঁয়তারা করছিলেন।  

গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।