ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোনো দলের গোলামি নয়, সরকারি চাকরিজীবীদের হুঁশিয়ারি নুরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
কোনো দলের গোলামি নয়, সরকারি চাকরিজীবীদের হুঁশিয়ারি নুরের নুরুল হক নুর

পটুয়াখালী: যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে। আমরা দেখেছি গত ১৫ বছরে কীভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারী চাটুকারিতাসহ একটি গোষ্ঠী দলীয়করণ করেছিল।

বাংলাদেশের প্রশাসনে যারা কাজ করছেন আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার বক্তব্যে একথা বলেন।  

এ সময় তিনি আরও বলেন, বেশ কিছু নেতারা ইতোমধ্যে আপনাদের এই উপজেলার ইউএনও বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদি সেটা সত্য হয় তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে সে ব্যবস্থা আমি করবো। বয়স্ক ভাতাসহ সরকারি সব সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো কোনো রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃতপক্ষে যারা হত দরিদ্র অসহায় তাদের দিতে হবে। কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা সরকারি কোনো কর্মচারী তাদের সঙ্গে পিরিতি দেখালে তার চাকরি থাকবে না।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, মহানগর ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস মিয়াসহ অসংখ্য নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় কার্যক্রমে অংশ নিতে তিনদিনের সফরে নুরুল হক নুর নিজ জেলা পটুয়াখালীতে অবস্থান করছেন। আজ তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।  

আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে কলাপাড়া উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে নুরের।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।