ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে উৎসবমুখর আয়োজনে গণতন্ত্র অলিম্পিয়াড

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
ফেনীতে উৎসবমুখর আয়োজনে গণতন্ত্র অলিম্পিয়াড

ফেনী: ফেনীতে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র অলিম্পিয়াড শুক্রবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।  

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা শাখা ও ইয়ুথ হাঙ্গার প্রজেক্টের যৌথ সহযোগিতায় ফেনী সরকারি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট।

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

সুজনের ফেনী জেলার সাাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ।  

মুখ‌্য আলোচক ছি‌লেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। এছাড়া বক্তব্য রাখেন সি‌নিয়র সাংবা‌দিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সবিতা নাথ ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী আহসান হাবিব ইমরুজ প্রমুখ।

শেষে প্রতিযোগিতায় বিজয়ী ২০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ, অংশগ্রহণকারী ৩শ শিক্ষাার্থীকে সনদ প্রদান করা হয়।

এর আগে সকালে ফেনী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের।

বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম।  

এ সময় প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, সাংস্কৃ‌তিক সংগঠক জা‌হিদ হো‌সেন বাবলৃ, ক্রীড়া সংগঠক ইমন উল হক ও তৌহিদুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

প্রফেসর তায়বুল হক বলেন, ১৯৭১ এ প্রথম প্রজন্ম এরপর মাঝখানে আরেকটা প্রজন্ম চলে গেছে। এখন তৃতীয় প্রজন্ম। প্রশ্ন হলো, ৭১ সালে আমরা যে দেশ স্বাধীন করেছি অন্যায়ের বিরুদ্ধে যে প্রাপ্তির আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম- তা আমরা পাইনি। পাইনি বলে আমাদের শুধু রক্ত দিতে হয়। পাইনি বলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ অর্জন করতে পারিনি। ব্যর্থতা কার? জাতিগতভাবে আমাদের সবার ব্যর্থতা। আমি শঙ্কিত হই, যখন একটা অর্জন হয়, এ অর্জন না আবার হারিয়ে যায়। ৭১ এ আমা‌দে‌র অর্জন আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু সেটা হারিয়ে ফেলেছি। ভোট দিয়েছি- কিন্তু গণতন্ত্র পাইনি, আবার ভোট দিতেও পারিনি। আমরা রক্ত দিয়েছি। আমরা বলতেছি, দ্বিতীয় স্বাধীনতা। আমাদের আসলে রাত পোহায়, কিন্তু আকাশ মেঘলা থাকে। আমার আকাশ ফর্সা হয় না, আমার আকাশে সূর্য উঠে না। আমি আশা করবো, প্রত্যাশা করবো আমার এ প্রজন্ম যারা, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যায়কে প্রতিহত করেছে তাদের এ অর্জন  যেন হারিয়ে না যায়। প্রতিযোগিতায় বিজয়ী ২০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, সারাজীবন গণিত, বিজ্ঞান অলিম্পিয়াড দেখেছি। আজ দেখলাম গণতন্ত্র অলিম্পিয়াড। আড়াই হাজার বছর আগে গ্রিক দেশে গণতন্ত্র চর্চা শুরু হয়। একনায়কতন্ত্র, সমাজতাত্ত্বিক শাসন রয়েছে। এখনো বেশি দেশে গণতন্ত্র আছে। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়াই গণতন্ত্র। বাাংলাদেশের জন্মের পূর্ব থেকে গণতন্ত্র চর্চা ছিল। ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। গণতান্ত্রিক চর্চা সংকীর্ণ হয়েছে। ১৫-১৬ বছরের গণতন্ত্রের চর্চা সংকীর্ণ হওয়ায় ২০২৪ সালে নতুন অবস্থা সৃষ্টি হয়েছে। জনআকাঙ্ক্ষা, কথা বলার অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলন হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ