ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ: যমুনা নদীতে নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।  

শনিবার (২ নভেম্বর) বিকেলের দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী।

এর আগে শুক্রবার রাত ১০টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটের যমুনা নদীর বেশ কয়েকটি স্থানে ডুবচরের সৃষ্টি হয়েছে। যার কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই ডুবচর জেগে উঠার পরও বেশ কয়েকদিন ঝুঁকি নিয়ে ফেরি নদীতে চলাচল করেছে। তবে নাব্যতা সংকট ও যমুনা নদীর চ্যানেল সরু হয়ে আসায় শুক্রবার (১ নভেম্বর)  রাত ১০টার দিকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি বন্ধ হয়ে যাওয়ায় নদী পথ পারাপারের জন্য বেশ কিছু পণ্যবাহী যানবাহন অপেক্ষায় রয়েছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির চৌধুরী বলেন, নাব্যতা সংকটের মধ্যেও কয়েকদিন ফেরি চলাচল করেছে তবে যমুনা নদীর চ্যানেল সরু হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নৌ-চ্যানেলটি সচল না হওয়া পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।