কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২ নভেম্বর) রাতে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকা
থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (৪৫) ও পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।
রোববার (৩ নভেম্বর) র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরে ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে অনেকে গুলিবিদ্ধসহ আহত হন। ওই ঘটনায় পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে মো. শফিকুল ইসলাম (৪৫) ও নাজমুল হুদা রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এসআরএস