ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমাদের দাবি বৈষম্য দূর করা হোক: মুয়াজ বিন নূর

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
আমাদের দাবি বৈষম্য দূর করা হোক: মুয়াজ বিন নূর

ঢাকা: তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মাওলানা মুয়াজ বিন নূর বলেছেন, আমাদের একটিই দাবি বৈষম্য দূর করা হোক।  

তিনি আরও বলেন, আমরা টানা সাত বছর বঞ্চিত হচ্ছি।

আজ সাত বছর যাবৎ আমরা আসতেছি৷ যারা আমাদের এতদিন বাধা দিয়ে আসছেন তাদের (মাওলানা মোহাম্মদ যোবায়ের অনুসারী দল) মন্ত্রণালয় থেকে দাওয়াত দেওয়া হলেও তারা আসেনি৷ তারা বাংলাদেশে এ বৈষম্য সৃষ্টি করে রেখেছে৷ এ না আসার মধ্যে দিয়ে তারা সরকারকে অবজ্ঞা করেছে৷ তারা বুঝাতে চেয়েছে তারা যা ইচ্ছা তাই করবে৷ 

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈঠকে মাওলানা সাদ কান্ধলভী এবং মাওলানা যোবায়েরের অনুসারীদের দাওয়াত দেওয়া হলেও মাওলানা যোবায়ের সাহেবের প্রতিনিধিরা উপস্থিত হননি৷

মুয়াজ বিন নূর বলেন, তারা বসে কোনো সিদ্ধান্ত নিতে চান না৷ তারা চান সব সিদ্ধান্ত রাজপথে হবে৷ এ হিসেবে আগামীকাল ৫ তারিখ তারা একটি প্রোগ্রাম করতে যাচ্ছে৷ তারা এসব বিষয় উসকে দিতেই ঘোষণা দিয়ে এ প্রোগ্রাম করতে যাচ্ছে৷ আমাদের একটিই দাবি ছিল বৈষম্য দূর করা হোক৷ আমরা কয়েকটি ক্ষেত্রে বৈষম্যের শিকার৷ বাংলাদেশের তাবলীগের ইজতেমা দুই পর্বে হচ্ছে৷ তারা টানা সাত বছর ধরে প্রথম ধাপে ইজতেমা করে আসছে৷ এ সাত বছরে আমাদের প্রতিবার বলা হতো এ বছরের মতো আপনারা ছাড় দেন৷ আগামীবার আপনারা প্রথম ধাপে ইজতেমা করবেন৷ কিন্তু এ পর্যন্ত আমাদের প্রথম ধাপে ইজতেমা করতে দেওয়া হয়নি৷

তিনি বলেন, ইজতেমায় তাদের দুই হাজারের মতো বিদেশি মেহমান আসে৷ তারা তাদের সব মেহমানদেরই আনতে পারেন৷ আমাদের গতবছরই দশ হাজার বিদেশি মেহমান এসেছে৷ অন্য বছর আরও বেশি হয়৷ আমাদের এত বিদেশি মেহমান আসার পরেও আমাদের প্রধান মুরব্বি মাওলানা সাদকে কান্ধলভী (দা.বা) আনতে পারছি না৷ যোবায়ের অনুসারীদের হুমকি ধামকিতে আমাদের সরকার মাওলানা সাদ সাহেবকে ভিসা দেওয়ার সাহস করতে পারেন না৷ এটাতে আমরা অবাক হই৷ একটা গোষ্ঠী এত চাপ প্রয়োগ করতে পারে! আজকেও তাই দেখলাম৷

দুই গ্রুপ একসঙ্গে ইজতেমা করার প্রস্তাব প্রসঙ্গে মাওলানা মুয়াজ বিন নূর বলেন, এ প্রস্তাব আমরাও করেছিলাম৷ কিন্তু যারা আমাদের সঙ্গে বসতেই রাজি না তাদের সঙ্গে কীভাবে এক ইজিতেমায় এত জনসমাগম সম্ভব? তাদের সঙ্গে শান্তিপূর্ণ ইজিতেমা কীভাবে করব৷

তিনি বলেন, এবার আমরা ইনশাআল্লাহ প্রথম ধাপে ইজতেমা করব৷ আমরা আমাদের দাবিগুলো ভদ্রভাবে পেশ করছি৷ এরপরেও যদি না হয় তাহলে সেটা কীভাবে আদায় করতে হয় সেসব পদ্ধতি অবলম্বন করে হলেও আদায় করব ইনশাআল্লাহ৷

মাওলানা সাদ সাহেবের ভিসা প্রসঙ্গে তিনি বলেন, তাকে এ বছর আনতেই হবে ইনশাআল্লাহ৷

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
জিসিজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।