ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ভাড়া বাড়িতে দুই যুবককে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
গাজীপুরে ভাড়া বাড়িতে দুই যুবককে হত্যা

গাজীপুর: গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে মাধবপুর উত্তরপাড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) ও ভোলার সদর উপজেলার চরভেদুরা এলাকার জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় প্যাকেজিংয়ের কাজ করতো রাসেল ও সুফিয়ান। মঙ্গলবার তারা দুইজন কারখানায় কাজে যায়নি। পরে রাতে ওই কারখানা থেকে তাদের বাসার কেয়ারটেকারকে ফোন করে রাসেল ও সুফিয়ানের খোঁজখবর নেওয়া হয়। এ সময় কেয়ারটেকার জানতে পারে তারা কারখানায় কাজে যায়নি। একপর্যায়ে বাসার কেয়ারটেকার রাত ১১টার দিকে চারতলায় রাসেল ও সুফিয়ানের ফ্ল্যাটে গিয়ে তাদের দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের দুইজনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।  

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের দুজনের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের দুজনকে হত্যা করা হয়েছে। তবে কি কারণে কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।