ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মেহেরপুর: মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাহিদুজ্জমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাহিদুজ্জামান রাজনগর মোল্লাপাড়া এলাকার সামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে নাহিদুজ্জামান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত নাহিদুজ্জামানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।