ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
কুষ্টিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ 

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৩ জন।

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম একই এলাকার মৃত মোজাহার আলী সর্দারের ছেলে।

আহত ১৩ জনের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। তারা হলেন- একই এলাকার মৃত কাশেম আলীর ছেলে কুদু সরদার, আব্দুস সাত্তারের ছেলে ইসলাম, কাদেরের ছেলে শাজাহান এবং আফজাল গাইনের ছেলে টিপু গাইন।


বাকি আহতরা হলেন- একই এলাকার আতিয়ার সরদারের ছেলে আলামিন (৩০), রাজু সরদারের ছেলে রুবেল (২৭), চেরু সরদারের ছেলে লিটু ও আজিজ, নাসিরের ছেলে রিজভী ও জুয়েল, মৃত মোজাহার সরদারের ছেলে আনিচুর, এজাবার (৪৫) এবং জাহাঙ্গীর (৫০)।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মানদীর মাঝে খাদেমপুর এলাকায় দাদাপুর নামক নতুন চর জেগে উঠেছে। এ চরের দখল নিয়ে এলাকায় সরদার, গাইন ও প্রামণিক বংশের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। এরই জেরে রোববার সকালে এ সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।