ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে আলুর কেজি ৭৫ টাকা, ক্রেতারা হতাশ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
সৈয়দপুরে আলুর কেজি ৭৫ টাকা, ক্রেতারা হতাশ

নীলফামারী: সৈয়দপুরের বাজারগুলোয় আলুর দাম আকাশ ছুঁতে শুরু করেছে। ভয়াবহভাবে বেড়ে চলেছে এ পণ্যের দাম।

হতাশ হয়ে পড়ছেন ক্রেতারা। তারা বলছেন, সবজি পণ্য হিসেবে সবচেয়ে কম দাম ছিল আলু। যেভাবে দাম বাড়ছে, মানা সম্ভব হচ্ছে না।

বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, দেশি সাদা জাতের পাটনি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে। এছাড়া হল্যান্ড, স্টিক ও কার্ডিনাল আলু ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সৈয়দপুর পৌর আধুনিক সবজি বাজারের তরিতরকারি বিক্রেতা সাহেদ আলী বলেন, পাইকারি বাজারে আলুর সরবরাহ কম। ফলে আলুর দাম বাড়তি। আমরা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি। গত শনিবার এ বাজারে সর্বোচ্চ ৬০ টাকা কেজিতে আলু বিক্রি হয়েছে।

সৈয়দপুরের তিনটি হিমাগার থেকে বেশি লাভের আশায় একশ্রেণির ব্যবসায়ী আলু বের করছেন না। তাদের শত শত আলুর বস্তা এখনো হিমাগারে মজুদ রয়েছে। হিমাগার থেকেই আলু ৬০ থেকে ৬১ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে এসে দাম বেড়ে ৭০-৭৫ কেজি হচ্ছে।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট মার্কেটে বাজার করতে আসা শরীফা বেগম বলেন, মাছ-মাংসের দাম আগেই বেড়েছে। কাঁচা মরিচের দাম বাড়ার পর কমেছে। রসুন ২৬০ টাকা ও পেঁয়াজ ১২০ টাকা কেজি। আমরা বিকল্প হিসেবে আলুর ডাল ও ডিম খাচ্ছিলাম। আজ আলু কিনতে এসে দেখি ৭৫ টাকা কেজি। ডিমরও দাম বেশি, খাবো কী?

শহরের সাহেবপাড়ার আবুল হোসেন বলেন, বাজারে প্রতিটি জিনিসের দাম খেয়াল খুশি মতো বাড়ানো হচ্ছে। এসব দেখার কেউ নেই। হতাশ না হয়ে আর উপায় নেই।

সৈয়দপুর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, এখন আলু মৌসুমের শেষ সময় যাচ্ছে। এ সময়টায় স্বাভাবিকভাবে আলুর দাম বেশি থাকে। তবে এ বছর ব্যতিক্রম। অনেক দাম বেশি। কিনতে হচ্ছে বেশি দামে তাই বিক্রি করতে হচ্ছে একটু বেশি দামে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী বলেন, বাজার তদারকির জন্য জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে বলা হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বাজারের খোঁজখবর আমরা নিয়মিত রাখছি।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।