ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ হাজার কেজি পলিথিন জব্দ, গ্রেপ্তার ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, নভেম্বর ১৩, ২০২৪
বরিশালে ২ হাজার কেজি পলিথিন জব্দ, গ্রেপ্তার ১ 

বরিশাল: বরিশাল নগরের পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার কেজির বেশি অবৈধ পলিথিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুরের গুচ্ছগ্রাম এলাকায় এক ব্যক্তি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিন বিক্রির জন্য মজুদ করেছে এমন গোপন খবর পায় র‌্যাব। এর সত্যতা যাচাই শেষে র‌্যাব-৮ এর সদর কোম্পানি ও পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানিক দল মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাতে অভিযানে নামে।  

অভিযানে বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুরের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মো. আক্কাস হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত আ. হামিদের ছেলে।  আক্কাসের তথ্যানুযায়ী ৩৫টি বস্তা ভর্তি দুই হাজার ১৫০ কেজি (দুই টনের বেশি) পলিথিন জব্দ করা হয়।  এ সময় র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা ছাড়াও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাজী সাইফ উদ্দিন উপস্থিত ছিলেন।  

গ্রেপ্তার আক্কাসের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, (সংশোধিত- ২০১০) এর ৬ এর ‘ক’ ধারা লঙ্ঘন করায় বরিশাল কাউনিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।