ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে লুণ্ঠিত মালামাল ও অস্ত্রসহ ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
নাটোরে লুণ্ঠিত মালামাল ও অস্ত্রসহ ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোর: নাটোর শহরে ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই বাড়ি থেকে লুট করা স্বণালঙ্কার, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

ঘটনার ১৮ ঘণ্টার মধ্যে বুধবার (১৩ নভেম্বর) রাতে নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন এ তথ্য জানান।  

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

গ্রেপ্তারকৃতরা হলেন নাটোর শহরের আলাইপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মো. রনি (৩৬), সদর উপজেলার তেবাড়িয়া (উত্তর পাড়া) এলাকার মৃত হারুন আলীর ছেলে মো. সবুজ আলী (২৭), সিংড়া উপজেলার বিলদহর (দড়িমহিষমারী) এলাকার মো. আতারুল ইসলামের ছেলে মো. এনামুল হক (২৮) ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাঁড়িয়া গাথি গ্রামের মৃত নিরেন চন্দ্রের ছেলে মিন্টু কুমার (৩২)।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ২৪ ক্যারেটের গলিত ঝুর স্বর্ণ, একটি লোহার তৈরি চাপাতি, একটি ছুরি, দুটি হাঁসুয়া, দুটি মোবাইল ফোন ও লুটের স্বর্ণ বিক্রি করা নগদ ১৩ হাজার ৫০০ টাকা। এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের মীরপাড়া সাহাপাড়ার উত্তম সাহা ও পালপাড়ার স্বপন কুন্ডুর বাড়িতে হানা দেয় মুখোশ পরা একদল ডাকাত। ডাকাতরা দুই বাড়ির লোকজনের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, মোট ১০ ভরি সোনার গহনা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডাকাতরা উত্তম সাহার বাড়ি থেকে প্রায় দুই ভরি সোনার গহনা, নগদ ১১ হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে যায়। স্বপনের বাড়ি থেকে ছয় ভরি আট আনা সোনার গহনা, নগদ ৭০ হাজার টাকা, মোবাইল ফোন লুট করা হয়। এসব ঘটনায় তারা আলাদাভাবে থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে নাটোর ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।  

তাদের কাছ থেকে জব্দ করা হয় অস্ত্র ও লুণ্ঠিত কিছু স্বর্নালঙ্ককার। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।