ঢাকা: রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে একটি ট্রাক জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগ। ট্রাকটি একদিন আগে যশোরের অভয়নগর থেকে চুরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে আবদুল্লাহপুর ট্রাফিক বিভাগের একটি চেকপোস্টে ট্রাকটি আটক করা হয়।
উত্তরা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, চেকপোস্ট চলাকালে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা ঢাকা মেট্রো ট- ১৬-১৬৫৮ নম্বরের ট্রাকটিকে থামাতে সংকেত দেন। কিন্তু ট্রাকটি না থেমে দ্রুত চলে যায়। পরে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ট্রাকটি তল্লাশি করে কাগজপত্রের একটি চালানে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করলে এক ব্যক্তি ট্রাকটির মালিক বলে পরিচয় দেন। তখন তিনি জানান, বুধবার (১৪ নভেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টায় যশোরের অভয়নগর এলাকা থেকে তার ট্রাকটি চুরি হয়েছে। এ বিষয়ে যশোরের অভয়নগর থানায় তিনি একটি অভিযোগ করেছেন।
ট্রাকটি জব্দ করার পর উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এসসি/আরআইএস