ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন  প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ছুরিকাঘাত করে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে ভোরে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলেন- বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।  

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, হিরালাল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত চলছে।  

প্রসঙ্গত, ৮ নভেম্বর (শুক্রবার) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার কাজির দিঘীর পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের স্বত্বাধিকারী হিরালাল দেবনাথকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।