ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েলের মায়ের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
বাংলানিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েলের মায়ের দাফন সম্পন্ন

বগুড়া: অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের হেড অব নিউজ আহমেদ জুয়েলের মা মোছা. রহিমা বিবির (৬৩) দাফন সম্পন্ন হয়েছে৷

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীর বলদাহার গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়৷

এর আগে সকাল ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

রহিমা বিবি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীর বলদাহার গ্রামের ইজার উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোববার (১৭ নভেম্বর) দুপুরে তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় তার।

পরে বাদ ইশা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়৷ এসময় আত্মীয়-স্বজন ও এলাকাবাসীসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন৷ তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী।

আহমেদ জুয়েলের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বগুড়ায় কর্মরত সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। একইসঙ্গে বাংলানিউজ পরিবার ও বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।