ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে পাঁচ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৮)।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ সোমবার (১৮ নভেম্বর) রাত ১১টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মো. আব্দুল কাদের মণ্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪৫)।
৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধান ক্ষেতে অবস্থান করে। এসময় তারা দেখতে পায়, দুই ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছে। এসময় তারা বিজিবির টহল দল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। সেসময় বিজিবি সদস্যরা তাদের দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা হবে।
তিনি আরও জানান, সামান্তা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রায়পুর গ্রাম থেকে ওই দুই স্বর্ণ চোরাকারবারিদের আটক করতে সক্ষম হয় বিজিবি। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বিস্কুটগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে আটকদের জেলহাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
আরএ