গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আধেপাশা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। এতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন আধেপাশা বাসন সড়ক এলাকায় ইন্টারপ্যাক লিমিটেড নামে প্যাকেজিং কারখানায় আগুন লাগে। খবর পেয়ে তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুনে শেডসহ প্যাকেজিং তৈরির সরঞ্জাম পুড়ে প্রায় ২ কোটি ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
আরএস/এসআইএস