ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জুলাই-আগস্টের স্মৃতির কান্নায় ভারী হয়ে ওঠে নওগাঁর স্মরণসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
জুলাই-আগস্টের স্মৃতির কান্নায় ভারী হয়ে ওঠে নওগাঁর স্মরণসভা

নওগাঁ: ‘গুলি খেয়ে আহত হয়েও হাসপাতালে আমি বলতে পারিনি আমার নাম নাহীদ হাসান। চিকিৎসা নিতে আমাকে দিতে হয়েছিল মিথ্যা পরিচয়।

ড্রেসিংয়ের সময় প্রচণ্ড ব্যথায় চিৎকার দিয়ে উঠতাম। কারণ চিকিৎসকরা কসাইয়ের মতো ড্রেসিং করতেন। ব্যথা পাচ্ছি বললে আমাকে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান’।  

স্মরণসভায় জুলাই-আগস্টের আন্দোলনের অনুভূতি জানাতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন, শিক্ষার্থী নাহীদ হাসান। বলেন, দুঃসহ স্মৃতিগুলো থেকে এখনও তিনি বের হতে পারেননি। এখন কেবল একটিই চাওয়া দেশটা ভালো থাকুক। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে নওগাঁয় এক স্মরণসভায় অংশ নিয়ে এ কথা বলেন আহত শিক্ষার্থী নাহীদ হাসান।

স্মরণসভার আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন। দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার বড় অংশজুড়ে ছিল জুলাই-আগস্টের আন্দোলনের স্মৃতিচারণ। বক্তব্য দিতে গিয়ে আহত ছাত্ররা তুলে ধরেন সেই দিনগুলির দুঃসহ স্মৃতি। তাদের বর্ণনায় উঠে আসে নওগাঁ তথা সারাদেশের আন্দোলনের প্রেক্ষাপট। কান্নায় ভারী হয়ে ওঠে সভাস্থল।

স্মরণসভায় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, সেনাবাহিনীর মেজর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, আন্দোলনে ঢাকায় নিহত মাহফুজুর রহমান শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি, আন্দোলনে নওগাঁয় অংশগ্রহণকারী ছাত্র ফজলে রাব্বি, রিয়াদুল সালেহীনসহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় আহত ও নিহত পরিবারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।