ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
নড়াইলে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই বিল্লাল

নড়াইল: নড়াইল সদরে সাজাপ্রাপ্ত আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজন ও সমর্থকদের বিরুদ্ধে।  

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের সূত্র বলছে, শনিবার সন্ধ্যায় সদরের গোবরা এলাকায় সাজার আদেশপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের টহল দল। গোবরা বাজার এলাকা থেকে আসামিকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে আসামির ছেলে জুয়েল, ভাতিজা শাকিল মোটরসাইকেল নিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়ান।

এসময় আসামি বিল্লালের সমর্থক রাজীব মোল্যার নেতৃত্বে শতাধিক লোক সেখানে এসে পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান।  

পলাতক আসামি বিল্লালের নামে ২০১৮ সালের অর্থ জারি মামলায় অর্থদণ্ডসহ দুই মাসের সাজার আদেশ রয়েছে। এছাড়া তার নামে চারটি মামলায় ওয়ারেন্ট এবং হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

রাতে আসামি বা এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, আসামিকে আবার গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হচ্ছে, জড়িতদের ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।