ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট

গাজীপুর: কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

দুর্বৃত্তদের হামলায় বিকাশ এজেন্ট সাইফুল ইসলাম গুরুত্বর আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন সফিপুর বাজারের গরুর হাটের পাশে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্টের ব্যবসা করছেন। সোমবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অন্তত ৭ জন দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে কুপিয়ে জখম করে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। সাইফুল চিৎকার শুরু করলে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসে। এ সময় দুর্বৃত্তরা দুটি ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

আহত সাইফুলের কাছ থেকে জানা গেছে, তার ব্যাগে বিকাশের ১০ লাখ টাকা ছিল। স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ঘটনাটি আমরা জানার পর আইনি প্রক্রিয়া শুরু করেছি। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ চলমান।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।