ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে পেটানোর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে পেটানোর অভিযোগ

ফেনী: ফেনীর বিলোনিয়া সীমান্ত থেকে ইয়াসিন নামে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে। সেখানে তাকে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় মাটিতে ফেলে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ ইয়াসিনের পরিবারের।

যদিও এ ঘটনায় বিজিবি বা প্রশাসনের পক্ষ থেকে কেউ সরাসরি কোনো বক্তব্য দেননি।

ইয়াসিন বিলোনিয়া স্থল বন্দর সীমান্তবর্তী এলাকা বাউরপাথর মাজার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মিজান।

স্বজনদের অভিযোগ, বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বিলোনীয়া স্থলবন্দর সীমান্তবর্তী এলাকা বাউরপাথর মাজার বাড়ির ইয়াসিন নো ম‍্যানস ল‍্যান্ড সংলগ্ন জমিতে কৃষি কাজে যান। এ সময় কয়েকজন ভারতীয় লোক সীমান্ত থেকে ইয়াসিনকে ধরে তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যান। সেখানে তাকে ব্যাপক মারধর করে মাটিতে ফেলে রাখেন। তারপর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

বাউরপাথর মাজার বাড়ির স্থানীয়রা এসব ছবি দেখে ইয়াসিনের স্বজনদের জানান। বিষয়টি সাধারণ জনগণ জানতে পেরে ক্ষোভ প্রদর্শন করেন। এ ছাড়া স্থানীয়দের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে।

ইয়াসিনের মা মায়া বেগম জানান, তার ছেলে সাধারণ কৃষক। ভারতীয়রা তাকে নিয়ে গিয়ে অত্যাচার করেছে। সে ছবি তিনি মোবাইলে দেখেছেন। সন্তানকে ফিরে পেতে সরকারের সহায়তা চেয়েছেন তিনি।

ইয়াসিনের স্ত্রী রেহানা আক্তার বলেন, আঁর স্বামীরে অন্যায়ভাবে তুলি লই গেসে। হ্যাতে দুই হোলাহাইনের বাপ। আঁই সরকারের কাছে আর্জি জানাই আঁর হ্যাতারে যেন ফিরাই লই আইয়ে। (আমার স্বামী দুই সন্তানের বাবা। আমি সরকারের কাছে আর্জি জানাই, সংশ্লিষ্টরা যাতে ইয়াসিনকে ফেরত নিয়ে আসেন)।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফেনীর জেলা প্রশাসন নিজেদের ভেরিফায়েড ফেসবুক (ডিসি ফেনী) পেজে জানিয়েছে, ৪ ডিসেম্বর ফেনীর বিলোনিয়া সীমান্তবর্তী এলাকা হতে ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশের একজন নাগরিককে আটক করে ভারতের পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং তিনি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে চিকিৎসাধীন আছেন।  বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলছি। প্রকৃত ঘটনা জানার জন্য চেষ্টায় আছি। এ বিষয়ে গুজব পরিহার করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তিনি বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।

এর আগে ২০২২ সালের ১৩ নভেম্বর ফেনীর পরশুরামের বাঁশ পদুয়া সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক মেজবাহার নিহত হন। পরে তার মৃতদেহ ১৭ দিন পর পরশুরামের বিলোনীয়া স্থলবন্দর দিয়ে ফেরত দিয়েছিল বিএসএফ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এসএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।