ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে হেরোইনসহ গ্রেপ্তার ১

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
সাভারে হেরোইনসহ গ্রেপ্তার ১

সাভার (ঢাকা): ঢাকার সাভারের শিমুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ পুড়িয়া হেরোইনসহ মো. আকতার (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন।

এর আগে গতকাল রাতে সাভারের শিমুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আকতার ধামরাইয়ের কায়েতপাড়া এলাকার মৃত আ. সামাদের ছেলে। তিনি পেশাদার মাদক কারবারি।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আকতারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা  করে আজ দুপুরে আদালতে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।