ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে প্রবেশের সময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশি আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
অবৈধভাবে প্রবেশের সময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশি আটক 

চাঁপাইনবাবগঞ্জ: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

 

পরে তাদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান।  

আটক ব্যক্তিরা হলেন-শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়ার মো. ফজলুর ছেলে মো. নুহ নবী (৩৫), পারুল আলীর ছেলে মো. সুমন (৩০), মো. আব্দুল মালেকের ছেলে মো. এম (২৬) ও সাহাপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. সুজন শেখ (২৭)।  

৫৩ বিজিবির অধিনায়ক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ১৩/১-এস এর কাছ দিয়ে চারজন ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এলে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল তাদের আটক করে। পরে ওই চারজন স্বীকার করেন যে তারা গত ৪ ডিসেম্বর গরু ও মাদক চোরাচালানের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখান থেকেই একইভাবে ফিরছিলেন তারা। এ ঘটনায় মামলা দিয়ে আটক চারজনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।  

তিনি আরও বলেন, চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।