ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
বীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হ্যারিটেজ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) ও বাসটির যাত্রী হাসিনা বেগম এবং পঞ্চগড় সদর উপজেলার আহমদপুর বাজার এলাকার আনোয়ার হোসেন (২৮)।  

এদের মধ্যে করিম হ্যারিটেজ পরিবহনের বাসচালক ও আনোয়ার ট্রাকচালক।

পুলিশ ও স্থানীর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে হ্যারিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল। পথে যদুরহাট এলাকায় এলে ঠাকুরগাঁও থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন অন্তত ১৫ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শহিদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে আমরা উদ্ধার কাজে আসি। ঠাকুরগাঁওয়ের ফায়ার সার্ভিসের একটি দল আমাদের সঙ্গে যোগ দেয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহতাবস্থায় প্রায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এসআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।