ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
শিবচরে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক স্মরণসভা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পারভীন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজের বিভিন্ন দফতরের কর্মকর্তা, আহত ও নিহতদের পরিবারের সদস্যরা এবং স্থানীয় সাংবাদিকরা।  

এ সময় জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংক্ষিপ্ত বিররণী ও স্মৃতি তুলে ধরে নিয়ে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

এ সময় বক্তারা জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য যেন সফল হয় সে বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান ও সবার জায়গা থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

পরে জুলাই-আগস্টে আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।