ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ফের রেললাইনে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
লালপুরে ফের রেললাইনে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

নাটোর: নাটোরের লালপুরে আবারও রেললাইনে ফাটল দেখা গেছে। এতে করে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন।

রোববার (৮ ডিসেম্বর) সকালে আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর জংশনের দিকে যাওয়ার পথে বিহারিপাড়া এলাকায় রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে জানান স্থানীয়রা। তারা জানান, রেললাইনে প্রায় আধা ইঞ্চি ফাঁক হয়ে গেছে। বিষয়টি স্টেশন মাস্টারকে জানানো হয়েছে।

আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. জিয়া উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঈশ্বরদী প্রকৌশল বিভাগকে জানানো হয়। পরে সেখান থেকে কর্মীরা লাইন মেরামতের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন এবং মেরামতের কাজ চলমান রয়েছে।  

তিনি বলেন, ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভেঙে যাওয়া রেললাইন দিয়ে ধীর গতিতে চলছে ট্রেন। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা নাগাদ কাজ সম্পন্ন হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কী কারণে, কখন ভেঙে গেছে তা অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে একই ভাবে লালপুর উপজেলার বিহারিপাড়া রেলগেট সংলগ্ন নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় রেল লাইনটি ভেঙে গিয়েছিল। পরে ঈশ্বরদী থেকে প্রকৌশল বিভাগের কর্মীরা এসে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।