ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাটখিলে থানা থেকে লুট হওয়া ৫৭৬ বুলেট উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
চাটখিলে থানা থেকে লুট হওয়া ৫৭৬ বুলেট উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার করেছে পুলিশ।
 
রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানি টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে দশানি টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে রণখোলা ব্রিজের নিচের খাল থেকে ৫৬৬টি চায়না রাইফেলের বুলেট, একটি ম্যাগাজিন ও একটি ওয়্যারলেস ব্যাটারি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ৫৬৬টি বুলেট গণনা করা হয়েছে। এরপর আরও ১০-১৫টি বুলেট উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, গত ৫ আগস্ট বিগত সরকারের পতনের পর বিকেলে চাটখিল থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এ পর্যন্ত লুট হওয়া একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।