ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
নওগাঁয় তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

নওগাঁ: উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। দিনের তুলনায় রাতে শীতের দাপট অনুভূত হচ্ছে বেশি।

সোমবার (৯ ডিসেম্বর) নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকালের তুলনায় আজ জেলায় তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শীতের প্রকোপ কমেনি। বেলা ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি নওগাঁর আকাশের। অন্যদিকে কুয়াশা আর হিমেল বাতাস বইছে জেলা জুড়ে। ফলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে শ্রমিক ও কৃষকের কষ্ট বেড়েছে।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকাল ৬টায় জেলায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তাপমাত্রা আগামীতে বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।