ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের পদ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) নাগরিক কমিটির মুখপাত্র নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলম কেন্দ্রীয় 'মুখ্য সংগঠক' পদে মনোনীত হলো।

এর আগে সারজিস আলমকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সদস্য সচিব পদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।