আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশবিরোধী পোস্টে সয়লাব সোশ্যাল মিডিয়া। গত ৫ আগস্টের পর থেকেই এমন অপপ্রচার চলছে।
এসব অপপ্রচার ভারতীয় নেটিজেনদের অনেকে বিশ্বাস করে সামাজিকমাধ্যমে পোস্ট করছেন।
হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর ভুয়া দাবিতে এমন একটি অপপ্রচারমূলক পোস্ট সামাজিকমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভারতীয়রা ফেসবুক, টুইটারে পোস্ট করছেন তথ্য যাচাই না করেই।
তথ্য যাচাইকরণ সংস্থা রিউমর স্ক্যানারে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ভিডিওটি হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর কোনো ঘটনার নয় বরং রাস্তায় ঘুরে বেড়ানো এক লোককে হিন্দু সাধু দাবি করে প্রচার করা হয়েছে। লোকটি হিন্দু নন, মুসলিম ধর্মের অনুসারী। তাকে পরিষ্কার করার মানবিক উদ্যোগে নিয়ে যাচ্ছে যুবকেরা।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে মাহবুব ক্রিয়েশন ফোর নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিওটিতে উক্ত ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
একই নামের একটি ফেসবুক পেজেও গত ২৬ অক্টোবর ভিডিওটি প্রকাশ করা হয়। এই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, পোস্টদাতারা ব্যক্তিটির দুরাবস্থার কারণে তাকে পরিষ্কার করেছিলেন।
এই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে নিয়মিতই এমন উদ্যোগের ভিডিও প্রকাশ করা হয়। রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় এবং পাগলপ্রায় ব্যক্তিদের পরিস্কার পরিচ্ছন্ন করে তোলার চেষ্টা করে থাকেন তারা।
একই পেজে ৯ ডিসেম্বর আলোচিত ভিডিওতে থাকা একজন ব্যক্তির একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওতে আলোচিত ভিডিওর বিষয়ে তিনি জানান, ওই অপরিচ্ছন্ন ব্যক্তি এবং তার পরিবার মুসলিম। হিন্দু সাধুকে জোরপূর্বক মুসলিম বানানোর দাবিটি মিথ্যা। ভারতে তাদের ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে।
সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
আরও পড়ুন>> ভারতীয় মিডিয়ায় ইসকন সদস্যের ওপর হামলার সংবাদ অসত্য
পাকিস্তানের পুরোনো ভিডিওকে বাংলাদেশে মন্দির ভাঙচুরের দৃশ্য দাবি করে প্রচার
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম: রিউমর স্ক্যানার
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসএএইচ