ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় পরিবহনের চেকারকে পিটিয়ে জখম, বাস কাউন্টারে তালা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ভাঙ্গায় পরিবহনের চেকারকে পিটিয়ে জখম, বাস কাউন্টারে তালা!

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মদিনা টাওয়ারের সামনের সড়কে আয়নাল ব্যাপারী (৫০) নামে পরিবহনের এক শ্রমিককে বেদড়ক পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। পুরো ঘটনা সিসিটিভির ফুটেজ ইতোপূর্বে ভাইরাল হয়েছে।

এছাড়া বাস কাউন্টারে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা উপজেলার বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (বহিষ্কারকৃত) সাইদুল হক মিঠু শিকদারের নেতৃত্বে ৫-৭ জন যুবক লাঠি দিয়ে তাকে বেদড়ক পেটায় বলে ভুক্তভোগীর অভিযোগ।

গুরুতর আহত আয়নাল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি মাদারীপুরের সার্বিক পরিবহনের চেকার ও মাদারীপুর সদরের আব্দুল খালেক বেপারীর ছেলে।  

আহত আয়নাল বেপারীর জানান, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (বহিষ্কৃতকৃত) সাইদুল হক মিঠু শিকদার, প্রিন্স মুন্সি, ওসমান গণি আকাশ, শওকত শিকদার সোহেল, ইয়ামুন ইমরান হোসেনসহ আরও কয়েকজন তাকে বেধড়ক মারধর করেন।  

আয়নাল বলেন, আমার সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। আমি তাদের ভালো করে চিনিও না। তারা একটি ভ্যান থেকে নেমে আমাকে বলেন, ভাঙ্গা বাসস্ট্যান্ডে আমাদের সার্বিক কাউন্টার দেস না কেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে মিঠুর নেতৃত্বে কয়েকজন যুবক লাঠি দিয়ে আমাকে কুকুরের মতো পিটিয়ে মাটিতে শুয়াইয়া ফেলে। আমি হার্টে রিং পড়া রোগী। আমি এমনিতেই খুব অসুস্থ। আমাকে পেটানোর বিষয়টি আমি ভাঙ্গা থানায় অবগত করেছি। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। আমি দোষীদের সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে সার্বিক পরিবহনের আরেক চেকার রেজাউল শরীফ বলেন, গত আগস্ট মাসে মিঠু সিকদার আমার কাছে ভাঙ্গায় সার্বিক কাউন্টার চান। আমি তাদের বলেছি, কাউন্টার দেওয়ার মালিক আমি না। আপনারা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আজ শুক্রবার এসে তারা হঠাৎ আমার চেকার আয়নালকে অমানবিক মারধর করেছে। আমরা শ্রমিক, আমাদের কেন পেটানো হলো? - আমরা দোষীদের বিচার দাবি করছি।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমি সরেজমিনে তদন্ত করি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বক্তব্য শুনেছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।