ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

পঞ্চগড়: শুক্রবার (১৩ ডিসেম্বর) চলতি শীত মৌসুমের ও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এক ডিগ্রি বেড়ে শনিবার (১৪ ডিসেম্বর) ৯ ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছেছে।

 

আবহাওয়া অফিস বলছে, এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

জানা গেছে, শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির ঘরে ওঠা-নামা করলেও তা কমে বেড়েছে শীতের তীব্রতা।  

অপরদিকে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জেলার চারপাশ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, ১৩ ডিসেম্বর সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তা বেড়ে শনিবার সকাল ৬টায় রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি। তবে এখনও এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।  

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।