ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্দোলনে হত্যাচেষ্টার মামলার আসামি স্বপন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
আন্দোলনে হত্যাচেষ্টার মামলার আসামি স্বপন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আরিফ মিয়া নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মো. স্বপন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীনুর আলম।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আরিফ নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় স্বপন এজাহারভুক্ত আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।