ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইজতেমার মাঠে নিহত বেলাল হোসেনের দাফন সম্পন্ন ফরিদপুরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, ডিসেম্বর ১৯, ২০২৪
ইজতেমার মাঠে নিহত বেলাল হোসেনের দাফন সম্পন্ন ফরিদপুরে ইজতেমা ময়দান

ফরিদপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইয়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে নিহত হওয়া তিনজনের একজন ফরিদপুরের বেলাল হোসেন (৫৫)।

তিনি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার মাইটা গোরস্থান এলাকার বাসিন্দা।

বেলাল হোসেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন এবং পেশায় একজন ব্যবসায়ী।  

বেলাল হোসেনের বড় ছেলে জানান, গত প্রায় ৩৫ বছর ধরে তিনি তাবলিগের সঙ্গে জড়িত। ৪০ দিনের চিল্লা শেষে তার বাবা তিনদিনের জোড়ে অংশ নিতে ইজতেমার ময়দানে সাথীদের সঙ্গে প্রবেশ করছিলেন। এসময় হামলার শিকার হন। ময়নাতদন্তের পর মরদেহ ফরিদপুরে এনে বুধবার (১৮ ডিসেম্বর) বাদ এশা জানাজা শেষে মাইটা গোরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইয়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও প্রায় ৫০ জনের মতো আহত হন। মঙ্গলবার রাত ৩টার দিকে শুরু হয়ে বুধবার দুপুরেও দফায় দফায় সংঘর্ষ হয়।  

সংঘর্ষে নিহতরা হলেন- ফরিদপুরের কমলাপুর মাইটা গোরস্থান এলাকার বেলাল হোসেন (৫৪), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০)। অপরজন হলেন মাওলানা সাদের অনুসারী বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম (৬৫)।

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।