ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

বিআরটিএ ও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বিআরটিএ ও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান 

ঢাকা: গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৫ ডিসেম্বর) দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বিআরটিএ, ঢাকা মেট্রো সার্কেল-২, ইকুরিয়াতে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স দেওয়া সংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। সরেজমিনে অভিযানকালে দুদক টিমের সদস্যরা সাধারণ গ্রাহক সেজে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে বিভিন্ন গ্রাহক দীর্ঘদিন ধরে সেবা/ডিজিটাল কার্ড পাচ্ছেন না মর্মে জানা যায়। এ বিষয়ে বিআরটিএ, ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালকের (ইঞ্জিনিয়ার) কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, দ্রুত ব্যবস্থা নিয়ে বিষয়টি সমাধান করার জন্য কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে। সেবা দেওয়া সংক্রান্ত সিস্টেম উন্নয়ন করা, সেবাপ্রার্থীদের হয়রানির শিকার বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেয় দুদক টিম। অভিযানকালে পাওয়া তথ্যাবলির পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অন্যদিকে বিভাগীয় পাসপোর্ট অফিস, ঢাকা-এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা দিতে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। টিম প্রথমে ছদ্মবেশে বিভাগীয় পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবাপ্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। অভিযানকালে দুজন দালালকে হাতেনাতে আটক করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নিমিত্ত পাসপোর্ট অফিসের উপপরিচালকের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে পাওয়া তথ্যের আলোকে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা দিতে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেয় দুদক টিম। অভিযানকালে পাওয়া তথ্য-প্রমাণের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।