বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকার ইছামতী নদী থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সকালে একই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে শার্শা থানাধীন পাঁচ ভুলোট সীমান্তের ইছামতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়।
নিহত যুবক হলেন বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামের জামিল ঢালির ছেলে সাকিব হোসেন।
নিহতের নানা জবেদ আলি জানান, তার নাতি সাকিব ট্রাকের হেলপার। সে গতকাল ট্রাকে হেলপারি করার জন্য দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলে। পরে তার আর কোনো খোঁজ পাওাঁ যায়নি। আজ বিকেলে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।
খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আহমেদ জানান, বিকেলে পাঁচভুলোট সীমান্তের ইছামতী নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখা যায়। পরে সেখানে গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এর আগে সকালে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিএসএফের কাছে তারা এ বিষয়ে জানতে চেয়েছিলেন কিন্তু বিএসএফের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরএ