ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা পর যাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা পর যাত্রা

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের দুই বগির মাঝখানের হুক ভেঙে গেছে। এতে ট্রেনের বগি দুটি বিচ্ছিন্ন হয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে এক ঘণ্টা দেরি হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে মাধনগর রেলওয়ে স্টেশনের তিন নম্বর লাইনে এ ঘটনা ঘটে।  

এসময় স্টেশনে দাঁড়ানো অবস্থায় নতুন হুক লাগিয়ে প্রায় এক ঘণ্টা দেরিতে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। স্টেশনের অপর লাইনগুলো সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল এসময়।  

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. উজ্জ্বল আলী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর লাইনে প্রবেশ করে। সেখান থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটির ঝ এবং ঞ বগির মাঝখানের সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মেরামত শেষে দুপুর সোয়া ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল এসময়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।