ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
ধামরাইয়ে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত দুর্ঘটনাকবলিত অটোরিকশা

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনজিল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অটোরিকশাকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্ত্রী ও চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়।  

নিহতরা হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) ও তার স্ত্রী রুবিনা আক্তার (৩৭)। তবে আহত অটোরিকশাচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

পুলিশ জানায়, সকালে ধামরাইয়ের ইসলামপুর থেকে অটোরিকশায় করে ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন শাহীন ও রুবিনা। এ সময় আরিচামুখী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনার মৃত্যু হয়। পরে শাহীনকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার এসআই আনজিল জানান, সকালে বাসের ধাক্কায় রুবিনা নামে এক নারী নিহত হয়েছেন। আহত ছিলেন দুজন। এদের মধ্যে শহিন নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।  রুবিনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহীনের মরদেহ ঢাকা থেকে সাভারে পৌঁছালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।