ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে পাগলা কুকুর যা করল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
হোসেনপুরে পাগলা কুকুর যা করল সংগৃহীত প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ও শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার মাধখলা গ্রাম, ঢেকিয়া ও দ্বীপেশ্বর এলাকায় এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন- মনি (৮), তানভির (১৩), মাহিন (৩০), ফরিদ (৪২), মনজিলা (৩৫), রুমি (১০), সরলা (৫০), লুৎফা (৫০), করিমা (৬০), মুনজুর (২০), জেসমিন (৫০), শারমিন (২২), শামিম (৩৭), নোহা (৫) ও আরও ৩০-৩৫ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার মাধখলা গ্রামের বেশ কয়েকজনকে পাগলা একটি কুকুরে কামড়ে আহত করে। পরে রাতেই আহতরা হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

এছাড়া শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের ঢেকিয়া ও দ্বীপেশ্বর এলাকায় কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হন।  

আহতদের মধ্যে অনেকেই স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নেন। ৫০ জনের বেশি লোককে পাগলা কুকুরে কামড়ানোর ঘটনায় ওইসব এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।  

এ বিষয়ে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো জানান, কুকুরের কামড়ে আহত ১৪ জনকে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।