ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
রায়পুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষের চিত্র

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বিলুপ্ত করা হয়েছে কমিটিগুলো।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে শুক্রবার সন্ধ্যায় একই ঘটনায় জরুরি বৈঠক ডেকে তদন্ত কমিটি গঠন করে উপজেলা বিএনপি। ওই কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

তদন্ত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সদস্য শফিকুর রহমান ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদসহ সহযোগী ও অঙ্গসংগঠনের জেলা কমিটির একজন করে প্রতিনিধি রাখা হয়। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সংঘর্ষে জড়ায় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির দুপক্ষের নেতা-কর্মীরা। স্থানীয় খাসেরহাট ও বাবুরহাটে ঘটনাটি ঘটে। এতে শফিক রাঢ়ী, লিটন রাঢ়ী, তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খান, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদসহ ১৫ জন আহত হন।

উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু বলেন, সংঘর্ষের ঘটনাটি নিয়ে দল থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রতিবেদন জমা দেবেন। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।