ঢাকা: এ এফ হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সদ্যপ্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের স্মরণ সভায় বক্তারা এ সব কথা বলেন।
রোববার (২২ ডিসেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ স্মরণ সভার আয়োজন করে। সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।
সভায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, আব্দুন নাসের খান, আনিসুর রহমান, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান ভূঞা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, শিশুর মতো সরল ব্যবহার ছিল তার। যত রকম সমস্যা দেখা দিয়েছে, যেখানে কোনো কোন্দল দেখেছেন, তিনি হাজির হয়েছেন তার সমাধানে। তার মৃত্যুতে মন্ত্রণালয় হারিয়েছে যোগ্যতম অভিভাবককে, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। জাতি হারিয়েছে আদর্শবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। মহাকালের পাতায় তার কীর্তি লেখা রবে অমলিন।
স্মরণ সভার শুরুতে মরহুম হাসান আরিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) উপদেষ্টা এ এফ হাসান আরিফ অসুস্থ হয়ে পড়লে বিকেলে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসকে/আরআইএস