ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হাংরি পাবনার আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে খাদ্য ও ফ্যাশন মেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
হাংরি পাবনার আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে খাদ্য ও ফ্যাশন মেলা  খাদ্য ও ফ্যাশন মেলা 

পাবনা: বিজয়ের মাস স্মরণে হাংরি পাবনার আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে ১০ দিনব্যাপী ৫মবারের মতো খাদ্য ও ফ্যাশন মেলার উদ্বোধন করা হয়েছে।  

জেলা সদরের প্রাণ কেন্দ্র বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল (স্বাধীনতা) চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এবারের মেলার উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান।

এসময় উপস্থিত ছিলেন- হাংরি পাবনার প্রধান সমন্বয়ক ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মিজু, সমন্বয়ক দেওয়ান মোহম্মদ মাহাবুব ইসলাম, সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক উদ্যোক্তা নিপা ইসলাম, যুগ্ম আহ্বায়ক উদ্যোক্তা ইলোরা লেয়াসহ গ্রুপ পেজের অন্যান্য সদস্যরা।

এবারের মেলাতে ৩৫টি স্টলে ৭০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। ব্যতিক্রমী এই খাদ্য ও ফ্যাশান মেলাতে ১৬টি খাদ্যের ও ১৯ টি পোশাকের স্টল বসেছে। শীতের সময়ে প্রতিবছর বিশেষ করে বিজয়ের মাসে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

শীতের পিঠা-পুলি থেকে শুরু করে ব্যতিক্রমী হাঁসের মাংস, রাজশাহীর বিখ্যাত কালাই রুটি ও লুচি আলুর দম বিক্রি করছেন উদ্যোক্তারা।  

এছাড়া মেলাতে ভুনা খিচুড়ি থেকে শুরু করে নানা পদের দুধের পিঠা, তেলে ভাজা ও ভাপা পিঠা তৈরি করে বিক্রি করছেন। ক্রেতারা একদিকে যেমন মুখরোচক সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করছেন একই সঙ্গে উদ্যোক্তাদের হাতে তৈরি ও সংগৃহীত দেশি পোশাক কিনতে পারবেন। মেলার প্রথম দিনেই ক্রেতা সমাগমে জমে উঠেছে।  

মেলাতে নারীদের জন্য থ্রি-পিস, শাড়ি, চুড়ি, মালা থেকে শুরু করে সাজসজ্জার প্রতিটি সামগ্রী পাওয়া যাচ্ছে। একই সঙ্গে নিজের হাতে তৈরি করা, খেজুরের পাটারি, গুড়, জবের ছাতু, কুমড়া বড়ি, সরিষার তেল, ঘি, মধুসহ ছাদ ও বারান্দায় লাগানোর নানা প্রকারের গাছ পাওয়া যাচ্ছে এবারের মেলাতে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলার কার্যক্রম চলবে।

২০১৯ সালের করোনা মহামারির সময়ে জেলার কিছু নারী উদ্যোক্তা মিলে হাংরি পাবনা নামে স্যোশাল মিডিয়া ফেসবুকে গ্রুপ পেজ খোলেন। ঘরে বসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সেবা গ্রহণের বার্তা নিয়ে এগিয়ে আসেন উদ্যোক্তারা। বর্তমানে হাংরি পাবনা ও হাংরি ফ্যাশন পেজে প্রায় এক লাখ সদস্য রয়েছে। এদের মধ্যে উদ্যোক্তা রয়েছে প্রায় দুই হাজার। আগামী ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাপ্ত হবে মেলার কার্যক্রম।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।