ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মো. ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম।

সোমবার (২৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২২ ডিসেম্বর) রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-লালবাগ ও মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিলে। মামলার বাদী মো. ইমরুল কায়েস ফয়সালও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন ইমরুল। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গত ২৬ সেপ্টেম্বর উক্ত ঘটনায় বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন ইমরুল।  

ডিবি-লালবাগ সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মাহমুদুল হাসানকে ফার্মগেট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।