ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে খালাতো দুই ভাই নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ও চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬) এবং বিপ্লব দের ছেলে প্রিয়ন্ত দাশ (১৬)।  

তাদের সঙ্গে থাকা বন্ধু সালমান আহমেদ জানায়, তারা নয়জন একসঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত বোট নিয়ে কাপ্তাই ভ্রমণে এসেছিল। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর তাদের চারজন নদীতে গোসলে নামে। এরপর দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। তারা নদীতে নামার আগে মাদক সেবন করেছিল।

কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে চোলাই মদ ও গাঁজা উদ্ধার করেছে।  

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার ব্রিগেড সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।