ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস পালন

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, সেপ্টেম্বর ৩০, ২০২৫
আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস পালন

‘আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস ২০২৫’ পালন করেছে "এডমিনিসট্রেটিভ প্রফেশনাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ" (APWAB)।

সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে দিনব্যাপী শ’খানেক প্রশাসনিক পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের নিয়ে দিবসটি পালন করা হয়।

 

এই বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার প্রশাসনিক পেশাজীবীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা এবং একটি প্রতিষ্ঠানের উন্নয়নে নিজের অসামান্য অবদানের কথা আলোচনা করেন।

নীলুফার আহমেদ করিম অতিথি বক্তা হিসেবে উপস্থিত থেকে এই পেশার মানোন্নয়নের জন্য যুগোপযোগী বক্তব্য দেন।

প্রতিষ্ঠানে দলবদ্ধ কাজের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা ও একটি কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষক শামীম হোসেন।

প্রশাসনিক পেশাজীবীদের কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা ও ধন্যবাদ প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

মধ্যাহ্নভোজ, জীবন সদস্যদের সন্মাননা দেওয়া ও অন্যান্য আনন্দ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।  

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।